প্রকাশিত: Fri, Oct 20, 2023 8:13 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:19 PM

[১]কয়েকটি সবজির দামে সেঞ্চুরি সাধারণ মানুষের নাভিশ্বাস

 মাসুদ আলম: [২] বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, তারপরও আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে কোনো সবজির দাম কমেনি। বরং একটু একটু করে আরও বেড়েছে। পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। এছাড়া মাছ ও পেঁয়াজসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখি। এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। শুক্রবার রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ভাটারা, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৩] সরেজমিনে দেখা গেছে, বাজারে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, করলা ১২০ টাকা, কচুরমুখি ১০০ টাকা, প্রতিপিস লাউ ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, গাজর ১২০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ৮০-১০০ টাকা, ঝিঙা ৮০টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৮০, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা ও বরবটি ১০০ টাকা বিক্রি হচ্ছে।  

[৪] ডিমের ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, আলু ৪৫ টাকা, দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। অথচ গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে ডিম, আলু ও পেঁয়াজের দাম নিধার্রণ করে দেয়। প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, ডিমের ডজন ১৪৪ টাকা এবং আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা। সে হিসাবে এক মাসে পেরিয়ে গেলেও  বেঁধে দেওয়া দর বাজারে কার্যকর হয়নি। 

[৫] ব্রয়লার মুরগি ১৯০-২২০ টাকা কেজি ও সোনালি মুরগির কেজি ৩১০-৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

[৬] বাজারে প্রায় সব ধরনের মাছে দারের অবস্থাও একই অবস্থা। সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি কেনে পাঙাশ, চাষের কই ও তেলাপিয়া জাতীয় মাছ। বাজারে এসব মাছের কেজিও এখন ২২০ থেকে ২৮০ টাকা। চাষের রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩৫০  থেকে ৪৫০ টাকায়।

[৭] ভাটারা নুরেরচালার সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। তাই বেছে বেছে কয়েক ধরনের সবজি এনেছি। ক্রেতারাও সবজি তুলনামূলক কম কিনছেন।  শীতকালীন সবজি বাজারে আসলে হয়তো সবজির দাম কমে আসবে। 

[৮] ভাটারা ছোলমাইদ ঢালীবড়ি কাঁচারে বাজার করতে আসা সালেক ঢালী বলেন, গত দুই সপ্তাহ ধরে সবকিছুরই দাম বেশি। অধিকাংশ সবজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের কাছে আমরা ক্রেতারা জিম্মি হয়ে পড়েছি। শুধু সবজি নয় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়তি। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা । সম্পাদনা: ইকবাল খান